আবারও কলকাতা শহরের বুকে বেটিং চক্রের হদিশ। গোলাপি টেস্টকে কেন্দ্র করে বেটিং চক্র যে সক্রিয় রয়েছে, গোপন সূত্রে খবর পায় পুলিশ। ক্রিকেট বেটিং চালানোর অপরাধে গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।
লালবাজার সূত্রের খবর, গোয়েন্দা বিভাগ জানতে পারে জোড়াবাগান এলাকা থেকে চালানো হচ্ছে ওই বেটিং চক্র। এরপর এই পুলিশ অভিযান চালায় ৬/বি বৃন্দাবন বসাক স্ট্রিটে। সেখান থেকে কম্পিউটারের মাধ্যমে চালানো হচ্ছিল এই চক্র। ব্যবহার করা হচ্ছিল মোবাইল ফোন। ঘটনাস্থল থেকে বেটিং চালানোর অপরাধে গ্রেপ্তার করা হয় ২২ বছরের কুন্দন সিংকে। তার বাড়িতেই চলছিল এই চক্র। সঙ্গে ছিল রবীন্দ্র সরণির ৩২ বছরের মুকেশ মালি, বড়তলা থানা এলাকার দুর্গাচরণ মিত্র স্ট্রিটের ৪২ বছরের সঞ্জয় সিং।
তাদের জিজ্ঞাসাবাদ করে নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সারজিল হোসেনকে। ২২ বছরের সারজিল এই চক্রের অন্যতম মাথা। ধৃতদের কাছে উদ্ধার হয়েছে দুটি কম্পিউটার। চারটি মোবাইল ফোন এবং দু লাখ ৫ হাজার টাকা নগদ।
শুক্রবার থেকে ইডেনে শুরু হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে গোলাপি বলের টেস্ট ম্যাচ ৷ এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে ৷ ভারতে হওয়া প্রথম দিন-রাতের টেস্টের উদ্বোধনে আসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ গতকাল ইডেনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ছিলেন ভারত ও বাংলাদেশের প্রাক্তন খেলোয়াড়রা ৷ ভারতের ক্রীড়া জগতের বেশ কয়েকজন তারকা উপস্থিত ছিলেন ৷
Be the first to comment