বড়দিনে রাতের কলকাতায় ফের মদ্যপদের দাপাদাপি । তবে কড়া ছিল কলকাতা পুলিশ । আর তাই গতরাতে মদ্যপ অবস্থায় উশৃঙ্খল আচরণ করার অভিযোগে আটক করা হল ৬৯০ জনকে । উদ্ধার হয়েছে ২২৯.২ লিটার মদ । গতরাতে নাকা চেকিং এবং ব্লক রেইডে গ্রেপ্তার করা হয়েছে মোট ২১৫ জনকে ।
বড়দিনের শহরের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় ১০০ পিকেট । ছিল ৩টি অতিরিক্ত HRFS । রাত ১২ টা থেকে ভোর তিনটে পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় চলে ব্লক রেইড । আর তাতে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা থাকা ১৩৮ জনকে গ্রেপ্তার করতে পেরেছে কলকাতা পুলিশ । সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে মোট ৭৫ জনকে । আর জোড়াবাগানে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে এক দুষ্কৃতীকে । তিনজন নিয়ে বাইক চালানোর অভিযোগে মামলা করা হয়েছে ২০১টি । বিনা হেলমেটে বাইক চালানোর অভিযোগে মামলা করা হয়েছে ৫৮৯টি। সিজ় করা হয়েছে ১৮টি গাড়ি । বিপজ্জনকভাবে গাড়ি চালানোর জন্য ৩৯টি মামলা করেছে পুলিশ । মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য ১৫৮টি মামলা দায়ের হয়েছে।
লালবাজার সূত্রে খবর, বর্ষবরণের রাত পর্যন্ত উৎসবের এই মরসুমে নাকা চেকিং এবং ব্লক রেইড প্রতিদিনই চালানো হবে । বিশেষ নজর রাখা হবে শহরের ক্লাব, বার, পাবগুলিতে । ক্লাব কিংবা বার কর্তৃপক্ষকে নির্দিষ্ট নির্দেশিকা দিয়েছে পুলিশ । তা মানা হচ্ছে কি না সেদিকে নজর রাখা হবে । পাশাপাশি ইভটিজ়িং ঠেকাতে সক্রিয় থাকবে কলকাতা পুলিশের উইনার্স টিম ।
Be the first to comment