নদিয়ার শান্তিপুরে তৃণমূল কর্মী খুনে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল। এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য, বুধবার নদিয়ার শান্তিপুর থানার বড়বাজার এলাকায় একটি জুয়ার ঠেকে শান্তনু মাহাতর উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। শান্তনুকে প্রথমে শান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
এই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছে। মৃতের পরিবারের বক্তব্য, শান্তিপুরের পৌরপ্রতিনিধি অজয়দের ঘনিষ্ঠ ছিলেন শান্তনু। তাই অরিন্দম ভট্টাচার্যের লোকেরা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ।
এদিকে অরিন্দম ভট্টাচার্যের বক্তব্য, শান্তনুর খুনের পেছনে তাঁদের কোনও হাত নেই। এলাকায় সমাজবিরোধী হিসেবে পরিচিত ছিল সে। তৃণমূল কর্মী ছিল না। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অজয় দে। তিনি বলেন, শান্তনু ওরফে গনা তৃণমূল কংগ্রেসের একজন দীর্ঘদিনের সক্রিয় কর্মী। এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ সন্তু চৌধুরি নামে একজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
Be the first to comment