বড়সড় পাচার চক্রের পর্দা ফাঁস করল কলকাতা পুলিশ। বিহার থেকে নাবালকদের কলকাতায় আনা হচ্ছিল। শেষমেশ বাবুঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ২১ জন নাবালককে। ইতিমধ্যে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাচার চক্রের পান্ডার সন্ধান চলছে।
পুলিশ সূত্রে খবর, এই পাচার চক্রের বিষয়ে নির্দিষ্ট সূত্র মারফত কয়েকদিন ধরেই খবর আসছিল । সেই সূত্র ধরেই বিষয়টিতে নজর রাখা হয়েছিল। আজ ভোরে আসে নিশ্চিত খবর । কলকাতায় আনা হচ্ছে কয়েকজন নাবালককে। সেইমতো কলকাতা পুলিশের বড়সড় দল বাবুঘাট বাসস্ট্যান্ডে পৌঁছায়। সেখানে সাড়ে পাঁচটা নাগাদ আসে বিহারের সমস্তিপুরের একটি বাস। বাসটি স্ট্যান্ডে থামার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘিরে ফেলে। বাস থেকে উদ্ধার করা হয় ২১ জনকে। তাদের কলকাতায় আনছিল মহম্মদ আয়সান (২২), আফজাল(২৮) এবং মহম্মদ চাঁদ।
পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদ করে ওই চক্রের কলকাতার পান্ডাদের খোঁজ চালাচ্ছে । এই পাচারের মোডাস অপারেন্ডিও খতিয়ে দেখা হচ্ছে । বিহার পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে । ওই ২১ জন স্বেচ্ছায় আসছিল, না কি চুরি করে আনা হয়েছিল, সে বিষয়ে নিশ্চিত হতে চাইছে পুলিশ । তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে । ঘটনায় ময়দান থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।
ওই ২১ জনকে উদ্ধার করে আপাতত থানায় নিয়ে যাওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তিন অভিযুক্তকেই। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা জেরায় স্বীকার করেছে, ওই নাবালকদের শিশু শ্রমিক হিসেবে কাজ করানোর জন্য কলকাতায় আনা হচ্ছিল।
Be the first to comment