গ্রেফতার হওয়া বুদ্ধিজীবীরা আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত গৃহবন্দী থাকবেন, জানালো সুপ্রিম কোর্ট

Spread the love
মাওবাদীদের সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগে গত ২৮ অগাস্ট যে বুদ্ধিজীবীরা গ্রেফতার হয়েছিলেন, তাঁরা আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত গৃহবন্দী থাকবেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এমনই নির্দেশ দিয়েছে। একইসঙ্গে মহারাষ্ট্র সরকারকে বলেছে, আদালতে শুনানির সময় পুলিশ যেন আর একটু দায়িত্বশীলের মতো আচরণ করে।
পুনের পুলিশ কমিশনার মন্তব্য করেছিলেন, ধৃত সমাজকর্মীদের গৃহবন্দী রাখা ঠিক নয় । এর ফলে তাঁরা তদন্তের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওই মন্তব্য নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তাঁর কথায়, সরকারের উচিত পুলিশকে আর একটু দায়িত্বশীলের মতো আচরণ করতে বলা । এই মামলা এখন আমাদের এজলাসে আছে। সুপ্রিম কোর্ট ভুল করছে এমন কথা পুলিশ যেন না বলে ।
ধৃত সমাজকর্মীদের মধ্যে আছেন তেলুগু কবি ভারভারা রাও, ট্রেড ইউনিয়ন কর্মী সুধা ভরদ্বাজ, মানবাধিকারকর্মী গৌতম নওলাখা, আইনজীবী অরুণ ফেরেইরা ও ভার্নন গঞ্জালেস। পুনে পুলিশ একইসঙ্গে পাঁচটি রাজ্যে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে। তাঁদের বিরুদ্ধে ইউএপিএ-তে অপরাধমূলক ষড়যন্ত্র ও বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতায় ইন্ধন জোগানোর অভিযোগ আনা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*