
রোজদিন ডেস্ক, কলকাতা:- ভাটপাড়ায় বোমা গুলি কাণ্ডে পুলিশ বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে তিনবার নোটিশ দেওয়ার পর আজ গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্যারাকপুর মহকুমা আদালত।
গত ২৬ মার্চ রাতে অর্জুন সিংয়ের বাড়ির কাছে ভাটপাড়ার মেঘনা জুটমিলের সামনে চলে গুলি। গুলিতে আহত হন সাজ্জাদ নামে এক যুবক। অর্জুনের দাবি, গুলি তাঁকে লক্ষ্য করে চালানো হয়েছিল। পালটা গুলিবিদ্ধ যুবক অভিযোগ করেছেন, গুলি চালিয়েছেন অর্জুনই। এই ঘটনায় অর্জুনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে একাধিকবার তাঁকে থানায় হাজিরা দিতে বলে পুলিশ। কিন্তু অর্জুন সাফ জানিয়ে দেন কোনও মতেই তিনি থানায় হাজিরা দেবেন না। পুলিশের ওপর তাঁর আস্থা নেই। ওদিকে ঘটনার পরদিন অর্জুনের বাড়িতে হাজির হন পুলিশ আধিকারিকরা। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি। কিন্তু আইনজীবীদের কর্মবিরতিতে সেই শুনানি হয়নি।
অন্যদকে, একের পর এক নোটিশ পাঠানোর পরও অর্জুন হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয় পুলিশ। পুলিশের আবেদন মঞ্জুর করেছে আদালত।
Be the first to comment