আপাতত সুস্থ। তাই ফের কাজে যোগ দেওয়ার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি। কিডনির প্রতিস্থাপনের জন্য কিছু দিনের জন্য অর্থ মন্ত্রকের দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছিলেন। গত এপ্রিল থেকে বন্ধ করে দিয়েছিলেন দফতরে আসা। মে মাসে কিডনি প্রতিস্থাপন হয় তাঁর। কিডনি প্রতিস্থাপন সফল হওয়ার পরে আরও কিছুদিন বিশ্রামে ছিলেন। কিন্তু রাজনীতির ময়দান থেকে একদিনের জন্যও বিচ্ছিন্ন থাকেননি। ঘরে বসেই নিজের ব্লগে সরব হয়েছিলেন বিভিন্ন ইস্যু নিয়ে। জিএসটির সুফল, ফেডারেল ফ্রন্টের সমালোচনা, অসমের এনআরসি সবকিছুতেই যোগ দিয়েছেন লেখনীর মাধ্যমে। বিরোধীদের সমালোচনার পাশাপাশি নিজের মতামত তুলে ধরেছেন ব্লগের মাধ্যমেই। সূত্রের খবর, অগাস্টেই অর্থমন্ত্রকের ভার ফেরত নিতে চলেছেন তিনি। এতদিন তাঁর অনুপস্থিতে অর্থমন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন রেল এবং কয়লা মন্ত্রী পীযূষ গোয়েল। তবে ঠিক কবে নাগাদ আবার কাজে যোগ দিচ্ছেন তা নির্দিষ্ট করে এখনই বলা যাচ্ছে না।
Be the first to comment