সিবিআইয়ের উচ্চপদস্থ কর্তাদের ছুটিতে পাঠানো প্রসঙ্গে মুখ খুললেন অরুণ জেটলি; পড়ুন!

Spread the love
মঙ্গলবার মধ্যরাতে সিবিআইয়ের ডিরেক্টর অলক বর্মা ও স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানাকে ছুটিতে পাঠানোর পরেই দলমতনির্বিশেষে সরব হয়েছেন বিরোধীরা। বুধবার সরকারের হয়ে প্রথমে মুখ খুললেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর কথায়, নিরপেক্ষ তদন্তের স্বার্থে, দেশের শীর্ষস্থানীয় এক সংস্থার সততা বজায় রাখতে দুই অফিসারকে ছুটিতে পাঠানো দরকার ছিল।
তিনি পরে আরও নির্দিষ্ট করে বলেন, সিবিআইয়ের ডিরেক্টর অলক বর্মা ও স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। তাঁদের বিরুদ্ধে তদন্ত হবে। নিরপেক্ষ তদন্তের স্বার্থেই দুই সিনিয়র অফিসারকে ছুটিতে যেতে বলা হয়েছে।
গত এক মাস ধরে অলক বর্মা ও রাকেশ আস্থানা পরস্পরকে দুর্নীতিগ্রস্ত বলে সমালোচনা করেছেন। সিবিআইয়ের কর্তাদের মধ্যে এমন বিরোধ কখনও দেখা যায়নি। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর অভিযোগ, আস্থানা মোদীর ঘনিষ্ঠ। প্রধানমন্ত্রী তাঁকে বাঁচানোর চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিবিআই এখন বিবিআই, মানে বিজেপি ব্যুরো অব ইনভেস্টিগেশন। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, আইনজীবী প্রশান্তভূষণ, সকলেই অলক বর্মাকে ছুটিতে পাঠানোর নিন্দা করেন।
নিন্দার জবাবে জেটলি বলেন, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে দুজনকে ছুটিতে পাঠানো হয়েছে।  যদি তদন্তে দেখা যায়, তাঁরা নির্দোষ, অবশ্যই ফিরে আসবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*