ফের ভূমিকম্প উত্তর-পূর্বে। এ বার কাঁপল অরুণাচল। মঙ্গলবার সকালেই মৃদু কম্পন বোঝা যায় অসমের বরপেটায়। সেই সঙ্গে কেঁপেছে উত্তর-পূর্বের অন্যান্য রাজ্যগুলি। কম্পনের জের পড়েছে এ রাজ্যেও। মৃদু কম্পন অনুভূত হয় কোচবিহারে।
মঙ্গলবার সকালেই দু’বার কেঁপে ওঠে গুয়াহাটি-সহ অসমের বিভিন্ন অংশ, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও মণিপুর। প্রথম কম্পন অনুভূত হয় সকাল সওয়া ন’টা নাগাদ। এর ঠিক চার মিনিট পরেই ফের আর এক দফা ভূমিকম্প হয়। কম্পনের তীব্রতা ছিল ৪.৭। উত্সস্থল ছিল অসমের বরপেটায় ভূমি থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।
রবিবার সন্ধ্যায় ফের কেঁপে ওঠে অরুণাচল প্রদেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার। গোটা অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। ছড়ায় আতঙ্ক।
হঠাৎ কম্পনে ঘর থেকে রাস্তায় নেমে পড়েন বহু মানুষ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতেরও কোনও খবর নেই।
ভূমিকম্পপ্রবণ এলাকা বলেই চিহ্নিত অরুণাচল প্রদেশ। এর আগেও বহু বার কম্পন অনুভূত হয়েছে এই এলাকায়।
Be the first to comment