একাধিকবার প্রকাশ্যে নাম না করে অরূপ রায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। পালটা আক্রমণ শানিয়ছেন অরূপ রায়ও। দুজনের সংঘাতের বিষয়টি কার্যত সবাই জানেন। এই অন্সথায় রাজনৈতিক জল্পনা উস্কে অরূপ রায়কে দেখতে হাসপাতালে গেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
গত কয়েকদিন আগেই মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন তিনি। এই সাক্ষাৎ কি শুধুই সৌজন্যমূলক নাকি এর পিছনে গভীর কোনও কারণ রয়েছে? তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।
যদিও হাসপাতাল থেকে বেরিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, এর মধ্যে রাজনীতি খুঁজবেন না। উনি আমার নেতা। ওনাকে সম্মান জানাই। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরুন উনি। এটাই আমরা চাই। তবে তাঁর উপর কোনও চাপ রয়েছে কিনা সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, প্রত্যেক রাজনীতিবিদদের উপর বিভিন্ন চাপ থাকে। ওনার উপরেও ছিল হয়তো! তবে দ্রুত অরূপবাবুর সুস্থতার কামনা করেছেন তৃণমূলের এই বিধায়ক।
এদিন সকালে রাজীববাবুর আগেই অসুস্থ অরূপ রায়কে দেখতে আসেন রাজ্যপাল ধনকড়। দীর্ঘক্ষণ হাসপাতালে থাকেন। কথা বলেন ডাক্তারদের সঙ্গে। এমনকি অরূপবাবুর সঙ্গেও সাক্ষাৎ করেন রাজ্যপাল। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে রাজ্যপাল জানান, ডাক্তারদের সঙ্গে কথা বলে আমি খুশি। ঠিক পথে তাঁর চিকিৎসা করা হচ্ছে। এমনকি অরূপবাবুর সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে, অরূপ রায়কে দেখতে আসা প্রসঙ্গে রাজ্যপাল জানিয়েছেন, উনিও একজন আইনজীবী। আমিও আইনজীবী। সেখান থেকেই এই সাক্ষাৎ।
Be the first to comment