আরিয়ান খানের ভাইরাল সেলফি ঘিরে শোরগোল, মুখ খুললো এনসিবি

Spread the love

শনিবার থেকেই মাদক মামলায় জেরা করা শুরু হয়েছিল শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। রবিবার শাহরুখ পুত্রের গ্রেফতার হওয়ার খবর সামনে আসার পর থেকেই একটি ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। দাবি করা হয় ছবিতে আরিয়ান খানের সঙ্গে যে ব্যক্তিকে হাসিমুখে সেলফি তুলতে দেখা যাচ্ছে তিনি নাকি এনসিবি-র কর্মী। আর এই ভাইরাল সেলফির খবর সামনে আসতেই এনসিবি-এর তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, সেলফিতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, তাঁর সঙ্গে এনসিবি-র কোনও সম্পর্কই নেই। একটি বিবৃতিতে এনসিবি জানিয়েছে, ‘এনসিবি ক্যাটিগরিকালি জানাচ্ছে, আরিয়ান খানের সঙ্গে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি সংস্থার কর্মী বা আধিকারিক নন।

সোমবার দুপুরেই জামিনের আর্জি করা হবে আরিয়ান খানের। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, এনসিবি সিদ্ধান্ত নিয়েছে তারা আর আরিয়ান খানের পুলিশ হেফাজতের দাবি জানাবে না। আপাতত যা শোনা যাচ্ছে, যে মুহূর্তে আরিয়ান খানকে জেল হেফাজতে পাঠানোর সিদ্ধান্ত জাননো হবে, তখনই জামিনের আবেদন করবেন Shah Rukh Khan-এর ছেলের আইনজীবীরা।

শনিবার রাত থেকেই তাঁকে জিজ্ঞাসাবাদ করছিল এনসিবি। রবিবার দুপুরেই গ্রেফতার করা হল আরিয়ানকে। মুম্বই উপকূলের একটি ক্রুজে চলা রেভ পার্টি থেকেই আটক করা হয়েছিল আরিয়ান খানকে। উদ্ধার করা হয়েছিল একাধিক পার্টি ড্রাগ। তবে আরিয়ানের দাবি, তিনি ওই পার্টিতে ভিআইপি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাত্র। অন্য কোনওভাবেই ওই ঘটনায় তাঁর যোগ নেই, জানিয়েছেন স্টার কিড। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আরিয়ান খানের হয়ে আদালতে মামলা করবেন আইনজীবী সতীশ মানশিন্ডে। ইতিমধ্যেই তিনি মুম্বইয়ের এনসিবি অফিসে পৌঁছে গিয়েছেন। এদিন আদালতে পৌঁছেছেন গৌরী খান। প্যাপেদের ক্যামেরায় ধরা পড়েছে সেই মুহূর্ত।

এদিন এনসিবি অফিসে আরিয়ান খানকে নিয়ে যাওয়ার আগে তিনি অনুতপ্ত ছিলেন। এক এনসিবি অফিসারের কথায়, ‘আরিয়ানকে যখন বলা হয় তাঁকে এনসিবি অফিসে নিয়ে যাওয়া হবে তখন তিনি ক্ষমাপ্রার্থী ছিলেন।’ রবিবার বিকেল ৪টার সময় তাঁদের মেডিক্যাল টেস্টের জন্য জেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময় শাহরুখ-পুত্রের পরনে ছিল কালো রংয়ের টি-শার্ট, মাথায় একটি টুপি এবং মুখে মাস্ক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*