দেশে এইচএমপিভি ভাইরাস ঢুকতেই শেয়ারবাজারে নামলো ধস

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- চিনে তাণ্ডব চালানো এইচএমপিভি ভাইরাস থাবা বসিয়েছে এবার দেশে। বেঙ্গালুরুতে ৩ ও ৮ মাসের দুই শিশুর শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। আর তাতেই শুরু হয়েছে আতঙ্ক। সেই আতঙ্কের জেরে থরহরিকম্প শুরু হয়েছে শেয়ারবাজারে। সোমবার দুপুর ১টা পর্যন্ত ১২০০ সূচকের কাছাকাছি খুঁইয়েছে সেনসেক্স।

এক ধাক্কায় আট লক্ষ কোটি টাকা গায়েব হয়েছে বাজার থেকে। আর তাতেই মাথায় হাত বিনিয়োগকারীদের।

অথচ এদিন সকালে আগের দিনের চেয়ে খানিকটা বাড়তি পয়েন্ট নিয়ে সবুজ জোনে থেকেই লেনদেন শুরু করেছিল সেনসেক্স ও নিফটি। বাজার খোলার সময়ে সেনসেক্সের সূচক ছিল ৭৯ হাজার ২৮১ দশমিক ৬৫ পয়েন্ট। বাজার খোলার পরে উপরের দিকে চড়তে শুরু করেছিল সেনসেক্স ও নিফটি। একটা সময়ে সেনসেক্স পৌঁছে গিয়েছিল ৭৯ হাজার ৫৩২ দশমিক ৬৭ পয়েন্টে। কিন্তু ততক্ষণে বেঙ্গালুরুর আট মাস ও তিন মাস বয়সী দুই শিশুর শরীরে চিনা ভাইরাস এইচএমপিভি শনাক্তের খবর ছড়িয়ে পড়েছে। আর সেই খবরের ধাক্কাতে আচমকাই ধাক্কা খেয়ে নিচের দিকে নামতে শুরু করে সেনসেক্স ও নিফটির সূচক।এক সময়ে ১ হাজার ২৬৪ সূচক খুঁইয়ে ৭৭ হাজার ৯৫৯ দশমিক ৯৫ পয়েন্টে নেমে যায় সেনসেক্স। ৩০ সংস্থার শেয়ার দর লাল জোনে পৌঁছে যায়। পরে ধাক্কা সামলে খানিকটা ঘুরে দাঁড়াতে থাকে। যদিও সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুপুরে ফের ধাক্কা খেয়ে নিচের দিকে নামতে থাকে সেনসেক্স ও নিফটি। আর তাতেই এক ধাক্কায় ৮ লক্ষ কোটি টাকা পকেট থেকে খোয়ান বিনিয়োগকারীরা। রীতিমতো হাহাকার পড়ে যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*