ভারতীয় মুসলিমদের পাকিস্তানি বলা হলে এবার শাস্তিমূলক আইন আনা হোক। মঙ্গলবার লোকসভায় একথাই বললেন এআইএমআইএম সভাপতি আসাদউদ্দিন ওয়েইসি। এই আইনে কেউ দোষী প্রমাণিত হলে শাস্তিস্বরূপ তার ৩ বছরের জেলের পক্ষে সওয়াল করেন তিনি।
উত্তরপ্রদেশের কাসগঞ্জের ঘটনা নিয়ে সোমবার মন্তব্য করেন বরেলির জেলাশাসক রাঘবেন্দ্র বিক্রম সিং। তিনি বলেন, মুসলিম এলাকায় বাহিনী নিয়ে ঢুকে পাকিস্তান বিরোধী স্লোগান দেওয়া এবং তারপর বিশৃঙ্খলা। এটাই এখনকার প্রবণতা হয়ে গেছে। এই মন্তব্য করে এনিয়ে প্রশ্ন তোলেন তিনি। আর তারপর গতকাল লোকসভায় এনিয়ে আইন গড়ার দাবি তোলেন আসাদউদ্দিন ওয়েইসি।
কাসগঞ্জের ঘটনার পর ফেসবুকে দুটি মন্তব্য করেছিলেন রাঘবেন্দ্র বিক্রম সিং। তার একটিতে বলেছিলেন, ইদানিং অদ্ভুত একটি প্রবণতা হয়েছে। মুসলিম অধ্যুষিত এলাকায় প্রথমে বাহিনী নিয়ে শোভাযাত্রা বের করা। তারপর পাকিস্তান বিরোধী স্লোগান তোলা। কেন ? ওইসব এলাকার মানুষ কি মুসলিম?
উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসের দিন একটি তেরঙা বাইক মিছিলের আয়োজন করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও বিশ্ব হিন্দু পরিষদ। অভিযোগ, ওই মিছিল কাসগঞ্জ এলাকা দিয়ে যাওয়ার সময় তাদের লক্ষ্য করে পাথর ছোঁড়ে অন্য একটি গোষ্ঠী। তারপর সংঘর্ষ বাধে। আগুন লাগিয়ে দেওয়া হয় বাইকে। ভাঙচুর করা হয় কয়েকটি গাড়ি। চলে ইটবৃষ্টি। সংঘর্ষে মৃত্যু হয় অভিষেক চন্দন গুপ্তা নামে এক যুবকের। পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Be the first to comment