কেন্দ্রের দেওয়া জেড ক্যাটেগরির নিরাপত্তা ফিরিয়ে দিলেন আসাদউদ্দিন ওয়াইসি৷ শুক্রবারই তাঁকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ কিন্তু আসাদুদ্দিন জানিয়ে দিয়েছেন, তিনি ওই নিরাপত্তা নেবেন না৷
বৃহস্পতিবার উত্তরপ্রদেশ থেকে দিল্লি ফেরার পথে হামলার মুখে পড়েন আসাদউদ্দিন৷ তাঁর গাড়ি লক্ষ্য করে পর পর চলে গুলি৷ পুলিস ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে ২ জনকে গ্রেফতার করেছে৷ ওই হামলার পরই হায়দরাবাদের সাংসদদে জেড ক্যাটাগরি স্তরের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ যদিও তা নিতে অস্বীকার করেছেন মিম নেতা৷ তিনি বলেন, ‘আমি মরতে ভয় পাই না৷ জেড ক্যাটেগরি আমার লাগবে না৷ আমি ‘এ’ ক্যাটেগরির সিটিজন হতে চাই৷ আমি কখনই চুপ করে বসে থাকব না৷ প্লিজ আমার বিচার চাই৷ শুটারদের বেআইনি কার্যকলাপ আইনে শাস্তি দিন৷ সেই সঙ্গে সরকারের কাছে আবেদন এই ঘৃণা বন্ধ হোক৷’
কেন্দ্রের তরফে ভিভিআইপি ব্যক্তিদের পাঁচ ধরনের নিরাপত্তা দেওয়া হয়৷ এক্স, ওয়াই, ওয়াই প্লাস, জেড এবং জেড প্লাস ক্যাটাগরি৷ ২০১৮ সালে কেন্দ্রীয় সরকার এক প্রশ্নের জবাবে সংসদে জানিয়েছিল, ৩০০ জনকে বিভিন্ন ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়৷ কোন ভিআইপিকে কোনও ক্যাটাগরির নিরাপত্তার আওতায় রাখা হবে সেটা বিচার করেন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব এবং গোয়েন্দা এজেন্সির অফিসারদের নিয়ে তৈরি কমিটি৷ বিচারের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় সংশ্লিষ্ট ব্যক্তির প্রাণ সংশয় বা জীবনের ঝুঁকি রয়েছে কি না৷ ওই পাঁচ ক্যাটাগরির মধ্যে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা হল জেড প্লাস ক্যাটাগরি, যা খুব কম সংখ্যক এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পেয়ে থাকেন৷ তারপরেই দেওয়া হয় জেড ক্যাটাগরির নিরাপত্তা৷
জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়ার ব্যক্তিকে সর্বক্ষণ ঘিরে থাকেন ২২ জন নিরাপত্তা রক্ষী৷ যাদের মধ্যে ৬ জন এনএসজি কম্যান্ডো এবং পুলিস কর্মী৷ থাকবে দিল্লি পুলিস এবং সিআরপিএফও৷ এছাড়া তিনি যেখানেই যাবেন তাঁর সঙ্গে যাবে পাঁচটি গাড়ির কনভয়৷ ওই কনভয়ে থাকবে একটি বুলেট প্রুফ গাড়ি৷
Be the first to comment