অসমে নাগরিকপঞ্জি থেকে বাদ ৪০ লক্ষেরও বেশী মানুষের নাম, রাজ্যসভায় সরব তৃণমূল কংগ্রেস

Spread the love

প্রকাশিত হল অসমের ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস(NRC)-র দ্বিতীয় ও চূড়ান্ত খসড়া। দেশের প্রথম রাজ্য হিসেবে নাগরিকপঞ্জি তৈরি করল অসম সরকার। খসড়া থেকে বাদ পড়েছে ৪০ লাখ মানুষের নাম। NRC-তে নথিভুক্ত হয়েছে ২ কোটি ৮৯ লাখ ৮৩ হাজার ৬৭০ জনের নাম।

NRC-র তরফে সাংবাদিক বৈঠক করা হয়। জানানো হয়, NRC-তে নাম নথিভুক্ত করানোর জন্য ৩.২৯ কোটি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ২.৮৯ কোটি ছাড়পত্র পেয়েছে। তবে এটা শুধুমাত্র একটা খসড়া, চূড়ান্ত তালিকা নয়। তালিকায় যাদের নাম নেই তারা ফের আবেদন করতে পারবে। খসড়া থেকে বাদ পড়েছে ৪০ লাখ ৭ হাজার ৭০৮ জনের নাম। এদের মধ্যে বাতিল হয়েছে ৩৭ লাখ ৫৯ হাজার ৭০৮ জনের নাম। ২ লাখ ২৮ হাজার নাম বিবেচনাধীন।
NRC-র রেজিস্ট্রার জেনেরাল শৈলেশ জানান, যাদের প্রথম খসড়ায় নাম রয়েছে অথচ চূড়ান্ত খসড়ায় নাম নেই, তাদের প্রত্যেককে পৃথকভাবে চিঠি পাঠানো হবে। যাতে তারা ফের আবেদন করতে পারে।

১৯৫১ সালে প্রথম তৈরি হয় নাগরিকপঞ্জির খসড়া। কিন্তু, সে সময় তা প্রকাশ পায়নি। বর্তমান সরকার ফের খসড়া তৈরির সিদ্ধান্ত নেয়। রাজ্যের অনেক বাসিন্দা অভিযোগ করেছে, উপযুক্ত প্রমাণ দেওয়া সত্ত্বেও তাদের খসড়া থেকে বাদ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আধা সামরিক বাহিনী পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। ১৯৫১ সালে জনগণনার পরই অসমে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজ়েন্স বা NRC তৈরি করা হয়েছিল। যদিও, সেসময় তা প্রকাশ করা হয়নি। এখন যে তালিকা তৈরি করা হয়েছে, তাতে ১৯৫১ সালে যাদের নাম তালিকায় ছিল তাদের বর্তমান প্রজন্ম ও ১৯৭১ সালের ২৪ মার্চ পর্যন্ত যাদের নাম ভোটার তালিকায় ছিল তাদের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। এছাড়াও, ১৯৭১ সালের ২৪ মার্চ পর্যন্ত নাগরিকত্ব প্রমাণ করতে পারা বাসিন্দারাও ভারতীয় নাগরিক হিসেবে বিবেচিত হবে। তাই যারা ১৯৬৬ সালের পয়লা জানুয়ারি ও ১৯৭১ সালের ২৫ মার্চের মধ্যে অসমে এসেছিল এবং যারা বিদেশি নিবন্ধীকরণ আঞ্চলিক অফিসে নিজেদের নাম নথিভুক্ত করেছিল তারাও তালিকায় স্থান পাবে। চলতি বছরের জানুয়ারি মাসে NRC-র প্রথম খসড়া প্রকাশ করে অসম সরকার। প্রথম তালিকায় ৩ কোটি ২৯ লাখ আবেদনকারীর মধ্যে নাম ওঠে ১ কোটি ৯০ লাখ বাসিন্দার।

“কেন্দ্রীয় সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে ৪০ লাখ মানুষকে NRC থেকে বাদ দিয়েছে। প্রধানমন্ত্রীর উচিত সংসদে আসা ও এর বিবৃতি দেওয়া।” আজ সংসদে এই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। NRC নিয়ে হই হট্টগোলের জেরে বেলা ১২ টা পর্যন্ত রাজ্যসভা মুলতুবি ছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*