১২ এপ্রিলই ভোট, আসানসোল ও বালিগঞ্জের উপনির্বাচনের প্রচারের সময় বাড়লো

Spread the love

করোনার নিম্নমুখীর কথা মাথা রেখে আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারের সময় পরিবর্তন করল জাতীয় নির্বাচন কমিশন। বাড়ানো হল সময়সীমা ৷ নির্বাচনী প্রচার করা যাবে সকাল ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত। তবে রাজ্য সরকারের অনুরোধ মেনে ভোটের দিন পরিবর্তন হচ্ছে না ৷

আগামী ১২ এপ্রিল হবে আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এর আগে করোনার কথা মাথায় রেখে পৌর নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনী প্রচারের উপর নিয়ন্ত্রণ আনা হয়েছিল। কমিয়ে দেওয়া হয়েছিল প্রচারের সময়ও। তবে করোনা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। তাই পুরো বিষয়টি পর্যালোচনার পর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় কমিশন।

এর আগে পর্যন্ত প্রচারের সময় ছিল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। এবার তা দু’ঘন্টা বাড়ানো হল। রাত ১০টা থেকে সকাল ৬ পর্যন্ত বন্ধ থাকবে প্রচার। খোলা জায়গায় বা মাঠে নির্বাচনী প্রচার বা মিটিং-মিছিল করতে হলে ৫০ শতাংশের বেশি মানুষের জমায়েত করা যাবে না। সকলকেই করোনা বিধি মানতে হবে। মাস্ক পরা বাধ্যতামূলকই থাকছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*