পোস্টার হাতে ধিক্কার মিছিলে পা মেলালেন নার্সরা। ঘটনাটি ঘটেছে আসানসোল জেলা হাসপাতালে। তাঁদের হাতে প্ল্যাকার্ড। আর তাতে লেখা, বাঁচতে দিন, বাঁচাতে দিন। উল্লেখ্য, রোগী মৃত্যু ও চিকিৎসককে মারধরের ঘটনায় রাজ্য জুড়ে চলছে চলছে বিক্ষোভ-প্রতিবাদ। আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকরা বিক্ষোভে সামিল হলেও তাঁরা বন্ধ করেননি আউটডোর পরিষেবা। এতদিন তাঁদের মানবিক দিকটা সামনে এলেও আজ রোগীদের ফেলে নার্সদের ধিক্কার মিছিল নতুন করে বিতর্ক তৈরি করলো।
আজ নার্সরা হাসপাতাল চত্বরে এবং হাসপাতালের বাইরের রাস্তায় বেশ কিছুক্ষণ মিছিল করেন। দীর্ঘ সময় তারা ওয়ার্ড ছেড়ে বাইরে থাকায় উঠছে নানা প্রশ্ন। যাঁদের দায়িত্ব রোগীদের সেবা করা, তাঁরা সেই দায়িত্ব ছেড়ে হাসপাতালের বাইরে মিছিল করলেন কেন? উঠছে প্রশ্ন। বিষয়েটি নিয়ে সরব হয়েছেন রোগীদের পরিজনরাও। যদিও, নার্সদের দাবি, ইনডোর ও আউটডোর পরিষেবা ঠিকঠাক রেখেই এই মিছিলে সামিল হন তাঁরা।
Be the first to comment