আসানসোলে ছেলেধরা সন্দেহে যুবককে পিটিয়ে খুন

Spread the love

ছেলেধরা সন্দেহে ফের গণপিটুনির ঘটনা ঘটলো আসানসোলের সালানপুরের বনজেমারিতে ৷ গণপিটুনিতে মৃত্যু হলো এক যুবকের ৷ তবে মৃতের পরিচয় এখনও জানা যায়নি ৷ বুধবার সকালে বনজেমারিতে ঘোরাঘুরি করছিলেন বছর তিরিশের ওই যুবক ৷ অস্বাভাবিক আচরণ আর অসংলগ্ন কথাবার্তা দেখে সন্দেহ হওয়ায় তাঁকে আটকে রাখে স্থানীয়রা ৷ ছেলেধরা সন্দেহে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর করা হয় ৷ অজ্ঞান হয়ে পড়লে রাস্তায় ফেলে চলে মারধর ৷

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে সালানপুর থানার পুলিশ ৷ তাঁকে উদ্ধার করে গাড়িতে তোলা হলে সেখান থেকেও নামিয়ে ফের মারধর করা হয় বলে বক্তব্য প্রত্যক্ষদর্শীদের ৷ পরে কোনওরকমে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷

গত কয়েকদিনে আসানসোলে ছেলেধরা সন্দেহে একাধিকবার গণপিটুনির ঘটনা ঘটেছে। সেই গুজব রুখতে পুলিশ-প্রশানের তরফে প্রচার চালানো হচ্ছে ৷ চলছে মাইকিংও ৷ গণপিটুনি রুখতে বিধানসভায় পাশ হয়েছে দা ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অফ লিঞ্চিং বিল ২০১৯ বা “গণপ্রহার রোধ বিল”ও। বিল পাশ হলেও এখনও আইনটি চালু হয়নি। এই বিল অনুযায়ী, গণপ্রহারে কারও মৃত্যু হলে দোষীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা হবে। গণপ্রহারে কেউ জখম হলে দোষীর সর্বোচ্চ তিন বছর সশ্রম কারাদণ্ড ও সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*