এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির দিকে উড়ে এলো জুতো। জানা গিয়েছে মঙ্গলবার রাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি অল ইন্ডিয়া মুসলিম ইত্তেহাদুল মুসলেমিন প্রধানের দিকে জুতো ছোঁড়ে। তবে সেই জুতো ওয়েইসির গায়ে লাগেনি বলে খবর।
জানা গিয়েছে মঙ্গলবার দক্ষিন মুম্বইয়ের নাগপাদার একটি সভায় বক্তব্য রাখছিলেন, আর তখনই তাঁকে উদ্দেশ্য করে জুতো ছোঁড়া হয় বলে অভিযোগ। তিন তালাক নিষিদ্ধ করার বিরুদ্ধে কথা বলতে শুরু করতেই শ্রোতাদের দিক থেকে একটি জুতো এসে পড়ে তাঁর পাশে। জুতো ছোঁড়া প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ওয়েইসি বলেন, যে ব্যক্তি জুতো ছুঁড়েছে সে মহাত্মা গান্ধী, গোভিন্দ পানসারে, নরেন্দ্র দাভোলকরের খুনিদের আদর্শে বিশ্বাস করে। দেশের বেশিরভাগ বিশেষ করে মুসলিমরা তাৎক্ষণিক তিন তালাক নিষিদ্ধ করার বিরুদ্ধে, এরা তা দেখতে পায় না। এইসব লোকজনকে ভয় পাই না। যদিও ঘটনার পর নিজের বক্তব্য চালিয়ে যান এআইএমআইএম প্রধান।
Be the first to comment