অ্যাসেজের তৃতীয় টেস্টেও হারের মুখে ইংল্যান্ড

Spread the love

ব্রিসবেন ও অ্যাডিলেডের পর পার্থেও ইংল্যান্ডের পরাজয় হতে চলেছে অ্যাসেজের তৃতীয় টেস্টে। যদিনা বৃষ্টির জন্য শেষদিন পুরো খেলা না হয়। পাঁচ ম্যাচ অ্যাসেজ সিরিজের প্রথম দুই টেস্টে হারার পর পার্থেও হারের মুখে রয়েছে ইংল্যান্ড দল। পার্থের প্রথম ইনিংসে ৪০৩ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ৬৬২ রান তোলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ২৫৯ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড রবিবার টেস্টের চতুর্থ দিন শেষে ৪ উইকেট হারিয়ে ১৩২ রান করেছে। অজিদের দ্বিতীয়বার ব্যাটিংয়ে পাঠাতে হলে এখনো ১২৭ রান করতে হবে ইংল্যান্ডকে।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে জেমস ভিন্সি সর্বোচ্চ ৫৫ রান করেন। অ্যালেস্টার কুক ১৪, মার্ক স্টোনম্যান ৩ এবং জো রুট ১৪ রান করে আউট হন ডেভিড মালান ২৮ এবং জনি বেয়ারস্টো ১৪ রান নিয়ে অপরাজিত রয়েছেন। এদিন অ্যাসেজের সেরা বল করলেন মিচেল স্টার্ক যা নিয়ে তোলপাড় গোটা ক্রিকেট বিশ্ব। জেমসের অফ স্টাম্প ছিটকে যেতেই শুরু হয়ে গেল স্টার্কের বল নিয়ে কাটাছেড়া। ৫৫ রানে মিচেল স্টার্কের যে বলে জেমস ভিনস আউট হলেন এখন সেটাই চর্চার তুঙ্গে। ম্যাচের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল ইংল্যান্ড। তখন ক্রিজে জেমস। দিনে তাঁর ব্যাট থেকেই এসেছে ইংল্যান্ডের সর্বোচ্চ রান। ৯৫ বলে ৫৫ রানে তিনি আউট হলেন স্টার্কের বলে।
পাঁচ ম্যাচের অ্যাসেজ সিরিজে আপাতত ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। পার্থে জয় পেলে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরবে অস্ট্রেলিয়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*