কিছুদিন আগেই ‘ভীষণ ব্যাক্তিগত’ কারণ দেখিয়ে আমি আদমি পার্টি ছেড়েছিলেন আশুতোষ। এবার তাঁকেই অনুসরণ করলেন দলের ওপরতলার নেতা আশিস খেতান। আশুতোষের মতো তিনিও দলের সঙ্গে কোনও মতবিরোধের কথা বলেননি। টুইটারে শুধু লিখেছেন, আমি এখন আর সক্রিয় রাজনীতিতে জড়িত নই।
আশিস নাকি গত ১৫ অগাস্ট দলের শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়ালের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। ওই দিনই দল ছেড়েছিলেন আশুতোষ। ৪৬ বছরের আশিস কিন্তু সরাসরি বলেননি আপ থেকে ইস্তফা দিচ্ছেন। যদিও সক্রিয় রাজনীতি ছেড়ে দেওয়া মানে আপ ছেড়ে দেওয়াই বোঝায়।
তিনি একসময় সাংবাদিক ছিলেন। ২০১৪ সালে আপে যোগ দেন। লোকসভা ভোটে দিল্লির একটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজেপির মীনাক্ষী লেখির কাছে পরাজিত হন। পরে দিল্লি ডায়ালগ অ্যান্ড ডেভলপমেন্ট কমিশনের ভাইস চেয়ারম্যান হয়েছিলেন। গত এপ্রিলে পদ ছাড়েন। তখন বলেছিলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে যেভাবে অনবরত বিরোধ চলছে তাতে আমি হতাশ।
আশিস একসময় কেজরিওয়ালের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। দলীয় সূত্রে খবর, তিনি চেয়েছিলেন ফের দিল্লির কোনও কেন্দ্র থেকে ভোটে দাঁড়াবেন। কিন্তু কেজরিওয়ালের তাতে আপত্তি ছিল।
Be the first to comment