“ইসলামপুরে পুলিশের গুলিতে দু’জনের মৃত্যুর প্রতিবাদে বামেদের আন্দোলন চলবেই। নেতাদের গ্রেপ্তার করলেও আন্দোলন থামবে না।” গতকাল সন্ধের দিকে থানায় গিয়ে একথা বলেন মেয়র অশোক ভট্টাচার্য।
গতকাল দুপুরে শিলিগুড়িতে ইসলামপুরের ঘটনার প্রতিবাদে বামেদের মিছিল ঘিরে গন্ডগোল বাধে। পুলিশের অভিযোগ মিছিলে থাকা বাম সমর্থক কুশপুতুল দাহ করার জন্য আনা কেরোসিন পুলিশের গায়ে ঢেলে দেয়। পুলিশে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ।
এ প্রসঙ্গে মেয়র বলেন, “সাদা পোশাকে পুলিশ গিয়ে গন্ডগোল পাকায়। কেউ পুলিশকে আক্রমণ করেনি। জ্বালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ হাস্যকর।”
এদিকে ঘটনার পরই পুলিশ CPI(M) কার্যালয় ঘিরে নেয়। কিছুক্ষণ পর দলীয় কার্যালয় ছেড়ে মেয়র বেরিয়ে যেতেই কার্যালয়ের বাইরে থেকে দু’জনকে গ্রেপ্তার করে। ঘটনার খবর পেয়েই রাতে থানায় যান মেয়র। তিনি বলেন, “এসব করে আমাদের আন্দোলন থামানো যাবে না।”
Be the first to comment