টিকা নেই, ভ্যাকসিনেশন সেন্টার থেকে খালি হাতে ফিরলেন অশোক ভট্টাচার্য

Spread the love

পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্তের দৈনিক সংখ্যায় রেকর্ড। অন্যদিকে ঘাটতি ভ্যাকসিনেও। রাজ্যের একাধিক জেলায় লম্বা লাইন দিয়েও ভ্যাকসিন মিলছে না। সেরকমই প্রতিষেধকের দ্বিতীয় ডোজ় নিতে গিয়ে খালি হাতে ফিরতে হল শিলিগুড়ির সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্যকে।

তিনি করোনা জয়ী। প্রথম ডোজ আগেই পেয়েছেন। তবে দ্বিতীয় ডোজ নিতে ভ্যাকসিনেশন সেন্টারে গেলে শুনতে হল ‘টিকা নেই।’ অশোক ভট্টাচার্য বলেন, “পরিস্থিতি মোকাবিলায় কিছুই হচ্ছে না। স্যানিটাইজেশন থেকে শুরু করে করোনা রোগীর চিকিৎসা, সবেতেই ঢিলেমি হচ্ছে। আমিও দ্বিতীয় ডোজ নিতে গিয়ে পাইনি।” এ দিন এই সামগ্রিক সমস্যার কথা জানিয়ে শিলিগুড়ি পৌর নিগমে প্রশাসকের কাছে স্মারকলিপিও জমা দেয় বামেরা।

উল্লেখ্য, রাজ্যে এপর্যন্ত মোট করোনা টিকার প্রথম ডোজ় পেয়েছেন ৮১ লক্ষ ৩৯ হাজার ৬১৮ জন। দ্বিতীয় ডোজ় পেয়ছেন ১৬ লক্ষ ৪১ হাজার ৩০৮ জন। দেশে মোট করোনা প্রতিষেধক পেয়েছেন ১৩ কোটি ৮৩ লক্ষ ৭৯ হাজার ৮৩২ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৭৬ জন। প্রাণ হারিয়েছেন ৫৯ জন।

গোটা দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮৬ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ৬৬ লক্ষ ১০ হাজার ৪৮১-তে। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২৫ লক্ষ ৫২ হাজার ৯৪০। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ২,৬২৪ জনের। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৯ হাজার ৫৪৪-এ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*