রাজস্থানেও বিজেপির বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ কংগ্রেসের

Spread the love

রাজস্থানেও সরকার ফেলার চেষ্টায় বিজেপি, এমনই অভিযোগ কংগ্রেসের। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ঘোড়া কেনাবেচা শুরু করে দিয়েছে বলে দাবি শাসক কংগ্রেসের। খোদ মুখ্যমন্ত্রী অশোক গেহলট এই অভিযোগ এনেছেন।

এর আগেও কর্নাটক, মধ্যপ্রদেশে একের পর এক কংগ্রেস বিধায়ক ভাঙিয়ে নিজেদের দিকে টানতে সক্ষম হয়েছে গেরুয়া শিবির। বিধায়কদের নিজেদের অনুকূলে এনে পরপর দুই রাজ্যের সরকার ফেলে দিতেও সক্ষ হয়েছে কেন্দ্রের শাসক দল। এবার তাদের টার্গেট রাজস্থান।

মুখ্যমন্ত্রী অশোক গেহলটের অভিযোগ, ‘রাজ্যসভার নির্বাচন সামনেই। ‌‌এভাবে ঘোড়া কেনাবেচা করে আর কত দিন রাজনীতি করবেন ওঁরা। আগামী দিনে কংগ্রেস ওদের বড় ধাক্কা দিলে অবাক হওয়ার কিছু নেই। জনতা সব বুঝতে পারে।‌ বিজেপি যতই চেষ্টা করুক, কংগ্রেস একজোট হয়ে আছে।’

রাজস্থান কংগ্রেসের অভিযোগ, টাকার লোভ দেখিয়ে বিধায়কদের কিনে রাজ্য সরকারে অস্থিরতা তৈরি করতে চাইছে বিজেপি। ঘোড়া কেনাবেচার আশঙ্কায় কংগ্রেস সমর্থিত নির্দল বিধায়কদের জয়পুরের একটি রিসর্টে নিয়ে গিয়ে রেখেছে কংগ্রেস। সেখানেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী অশোক গেহলট। বিধায়কদের সঙ্গে আসন্ন রাজ্যসভা ভোট নিয়ে আলোচনা করেন গেহলট।

রাজ্য থেকে তিনটি আসন রয়েছে রাজ্যসভায়। আগামী ১৯ জুন রাজ্যসভার নির্বাচন। তার আগে কংগ্রেস বিধায়কদের দলে টানতে বিজেপি সব ধরনের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ কংগ্রেসের। তবে রাজ্যের শাসকদলও ঘোড়া কেনাবেচা রুখতে কোমর বেঁধে নেমেছে ময়দানে। নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বিধায়কদের সঙ্গে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*