কিংস ইলেভেন পঞ্জাব এখনও পর্যন্ত একবারও আইপিএল জিততে পারেনি। যার জন্য এবার দলে অনেক পরিবর্তন করেছে তারা। কিছুদিন আগেই অনুষ্ঠিত হওয়া নিলামে প্রীতি জিন্টার দল বেশ কয়েকজন হেভিওয়েট তারকা প্লেয়ারকে দলে নিয়েছে। তার মধ্যে আছেন ভারতের এক নম্বর স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন। এর সাথেও দলে নিয়েছে যুবরাজ সিং, ক্রিস গেল, লোকেশ রাহুল, অ্যারন ফিঞ্চ, ডেভিড মিলার, করুন নায়ার। এবার পঞ্জাবের এই দলটি তাদের অধিনায়ক বেছে নেওয়া নিয়ে চিন্তা-ভাবনা করছে। তবে শোনা যাচ্ছে অশ্বিনই অধিনায়ক হতে পারেন। চেন্নাই সুপার কিংসের আইপিএলে দু’বার চ্যাম্পিয়ান হওয়ার পেছনে অশ্বিনের ভূমিকা ছিলো। এই অশ্বিনকে ৭.৬ কোটির টাকার বিনিময়ে প্রীতি জিন্টারা তাদের দলে নেয়। অশ্বিন ঘরোয়া ক্রিকেটে তামিলনাড়ুকে নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন যুবরাজ সিং, অক্ষর প্যাটেল, অ্যারন ফিঞ্চ এবং লোকেশ রাহুল। তবে অটোমেটিস চয়েস বোধ হয় রবিচন্দ্রণ অশ্বিন। এখন দেখা যাক শেষ পর্যন্ত কিংস ইলেভেন পঞ্জাব কার কাঁধে অধিনায়ত্বের দায়িত্ব দেয়।
Be the first to comment