এশিয়া কাপ হকিতে পাকিস্তানকে ফের হারিয়ে ফাইনালে উঠল ভারত। আগের ম্যাচে ৩-১ গোলে হারিয়েছিল এবার স্কোর ৪-০। পাকিস্তানকে টুর্নামেন্ট থেকে ছিটকেও দিল। রবিবার ফাইনালে প্রতিপক্ষ কোরিয়া অথবা মালয়েশিয়া। হকির মাঠে টানা সাতবার চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে এক নতুন রেকর্ড গড়ল ভারতীয় হকি দল। এর আগে দুই দলের মুখোমুখিতে কখনও কেউ কাউকে টানা সাতবার হারায়নি। ভারতের হয়ে গোলগুলি করেন সতবীর সিংহ, হরমনপ্রীত সিংহ, ললিত উপাধ্যায় ও গুরজন্ত সিংহ।
Be the first to comment