হকি ইন্ডিয়া সোমবার ঘোষণা করলো, এশিয়া কাপ চ্যাম্পিয়ান দলের প্রত্যেক সদস্যকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। ১৮ জন সদস্যের ভারতীয় মহিলা হকি দল রবিবার জাপানের কাকামিগাহারাতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে চিনকে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এবং এশিয় মহাদেশের চ্যাম্পিয়ন হওয়ার দরুন আগামী বৎসরের বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র পেয়ে যায়। শুধুমাত্র দলের সদস্যরাই নয়, দলের সাথে যুক্ত থাকা কোচকেও ১ লাখ টাকা দেওয়া হবে এবং সাপোর্ট স্টাফদের ৫০ হাজার করে দেওয়া হবে। এর আগে ভারত এই টুর্নামেন্ট জিতেছিল ২০০৪ সালে।
এই টুর্নামেন্টে ভারত অপরাজিত দল হিসাবেই চ্যাম্পিয়ন হল।
Be the first to comment