রিপোর্টার- (সুভাষ মজুমদার)
হুগলী জেলার উচ্চমাধ্যমিকের ফল যে ভাবে নজর কেঁড়েছে তা বলার অপেক্ষা রাখে না। ধনিয়াখালী ব্লকের পারাম্বুয়া সাহাবাজার পঞ্চায়েতের রাধানগর গ্রামের বাসিন্দা রাজশেখর চট্টোপাধ্যায় এবছর ইচ্ছাপুর হাই স্কুল থেকে রাজ্যে অষ্টম স্থান অর্জন করেছে। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৩। তার পছন্দের খাদ্যতালিকায় রয়েছে মাংস। এছাড়াও ক্রিকেটে জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির ভক্ত সে, পাশাপাশি নেশা ছিল গল্পের বই পড়ার। রাজশেখরের ইচ্ছা বড় হয়ে ডাক্তার হওয়ার। বাবা সলিল চট্টোপাধ্যায় সাইকেল মিস্ত্রী। মা সাধারন গৃহবধূ। বাবা সলিলবাবু আর্থিক অনটনের মধ্য দিয়েই সংসার ও ছেলের পড়াশুনো চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে অর্ণব মল্লিক, পোড়াবাজার হাই স্কুল থেকে ৪৮১ নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছে। বুধবার ধনিয়াখালীর বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অসীমা পাত্র দুই ছাত্রের বাড়িতে গিয়ে সম্বর্ধনা দেন এবং আগামী দিনে তাদের যাতে পড়াশুনা করতে কোনওরকম অসুবিধা না হয় সেই আশ্বাসও দেন মন্ত্রী। এছাড়াও এদিন অসীমা পাত্রের সঙ্গে উপস্থিত ছিলেন হুগলী জেলা ছাত্র পরিষদের সভাপতি ডঃ গোপাল রায়, ধনিয়াখালী পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সৌমেন ঘোষ এবং এলাকার ছাত্র নেতা সৌমেন বসু ৷
Be the first to comment