অসমের ইন্টারসিটি এক্সপ্রেসে বিস্ফোরণে ব্যবহার করা হয়েছে আইইডি। তবে কম তীব্রতার। অন্য কোনও জায়গায় নিয়ে যাওয়াই উদ্দেশ্য ছিল। শুধু তাই নয়, ভুবশতই বিস্ফোরণটি ঘটে বলেও অনুমান পুলিশের। ঘটনায় আহত হয়েছেন প্রায় ১৪ জন যাত্রী। তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। সন্দেহের তালিকায় আহতদেরও রাখা হচ্ছে বলে জানা গেছে।
রেল সূত্রে খবর, এ দিন সন্ধের দিকে হরিসিঙ্গা স্টেশনে পৌঁছয় কামাখ্যা-ডেকরগাঁও ইন্টারসিটি এক্সপ্রেস। স্টেশনে ঢোকার কিছু আগেই ট্রেনের চার নম্বর কামরায় বিস্ফোরণ হয়। জানা গেছে, ট্রেনটি রাঙ্গিয়া থেকে ডেকরগাঁও যাচ্ছিল। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ডিআইজি অনুরাগ আগরওয়ালার নেতৃত্বাধীন পুলিশবাহিনী। পুলিশ সুপার রাজবির সিং জানান, বিস্ফোরণের ঘটনায় আলফা জঙ্গিগোষ্ঠীর যুক্ত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, এনআরসি, নাগরিকত্ব বিল প্রভৃতি নিয়ে চাপা উত্তেজনা রয়েছে গোটা অসম জুড়েই। তিনসুকিয়ায় ৫ বাংলাভাষীকে খুনের পেছেনও আলফার যুক্ত থাকারও অভিযোগ উঠেছিল। ফলে বারাক উপত্যকা, তিনসুকিয়া, উদলগিরিতে আলফা বিরোধী ক্ষোভ বাড়ছিল। তাই নিজেদের শক্তি প্রদর্শনের জন্যই বিস্ফোরণ ঘটানো হয়ছে বলেও মনে করা হচ্ছে।
Be the first to comment