সোমবারই প্রকাশ করা হয়েছে অসমের নাগরিকপঞ্জি। নাগরিকের তকমা পেতে ব্যর্থ হয়েছেন প্রায় ৪০ লক্ষ মানুষ। নাগরিক তালিকা নিয়ে বাড়ছে হতাশা,ক্ষোভ ও উদ্বেগ। আজমল হকও তাঁদের মধ্যে একজন । দেশের সেবা করেছেন প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে। অথচ দেশেরই নাগরিক হতে ব্যর্থ হলেন তিনি ও তাঁর পরিবার।
গুয়াহাটি থেকে ৫০ কি.মি. দূরে অবস্থিত অসমের ছাঁয়াগাও-এর বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা-আধিকারিক আজমল হক। ২০১৬ সালে জুনিয়র কমিশনড অফিসার হিসেবে অবসর নেন তিনি। সবরকম নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও নাগরিক তালিকায় স্থান হয়নি তাঁর ও তাঁর দুই সন্তানের।
প্রসঙ্গত ২০১৭ সালেও অসমের বিদেশি ট্রাইবুনাল তাঁকে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করেছিল । নাগরিকত্বের প্রমাণ চাওয়াও হয় তাঁর কাছে । যদিও তুমুল বিতর্কের পর অসম পুলিশ জানিয়েছিল এটি ‘অনিচ্ছাকৃত ভুল’ ও এই তাঁর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ প্রত্যাহার করা হয় ।
এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন প্রাক্তন সেনা অফিসার । দেশের জন্য ৩০ বছর ধরে কাজ করে বিনিময়ে এই অপমান কিছুতেই মেনে নেওয়া যায় না, আক্ষেপ করেছেন তিনি ।
Be the first to comment