দেশের সেবা করেছেন বহু বছর, তবুও দেশেরই নাগরিক হতে ব্যর্থ সেনা আধিকারিক!

Spread the love

সোমবারই প্রকাশ করা হয়েছে অসমের নাগরিকপঞ্জি। নাগরিকের তকমা পেতে ব্যর্থ হয়েছেন প্রায় ৪০ লক্ষ মানুষ। নাগরিক তালিকা নিয়ে বাড়ছে হতাশা,ক্ষোভ ও উদ্বেগ। আজমল হকও তাঁদের মধ্যে একজন । দেশের সেবা করেছেন প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে। অথচ দেশেরই নাগরিক হতে ব্যর্থ হলেন তিনি ও তাঁর পরিবার।

গুয়াহাটি থেকে ৫০ কি.মি. দূরে অবস্থিত অসমের ছাঁয়াগাও-এর বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা-আধিকারিক আজমল হক। ২০১৬ সালে জুনিয়র কমিশনড অফিসার হিসেবে অবসর নেন তিনি। সবরকম নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও নাগরিক তালিকায় স্থান হয়নি তাঁর ও তাঁর দুই সন্তানের।

প্রসঙ্গত ২০১৭ সালেও অসমের বিদেশি ট্রাইবুনাল তাঁকে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করেছিল । নাগরিকত্বের প্রমাণ চাওয়াও হয় তাঁর কাছে । যদিও তুমুল বিতর্কের পর অসম পুলিশ জানিয়েছিল এটি ‘অনিচ্ছাকৃত ভুল’ ও এই তাঁর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ প্রত্যাহার করা হয় ।

এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন প্রাক্তন সেনা অফিসার । দেশের জন্য ৩০ বছর ধরে কাজ করে বিনিময়ে এই অপমান কিছুতেই মেনে নেওয়া যায় না, আক্ষেপ করেছেন তিনি ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*