অসমের তিনসুকিয়ায় ৫ বাঙালি যুবককে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করেছে দুষ্কৃতীরা। ঘটনায় উত্তাল গোটা দেশ। প্রাথমিকভাবে সন্দেহ যায় United Liberation Front of Assam (ULFA) এর দিকে । তবে এবার সংবাদ মাধ্যমের কাছে এক বিবৃতি দিয়ে সংগঠনটি জানিয়েছে এই ভয়াবহ হত্যাকাণ্ডে তাঁদের কোনও ভূমিকা নেই । বিবৃতিতে অসমের সংযুক্ত মুক্তি বাহিনী স্পষ্টভাবে জানি দিয়েছে যে তাঁদের সংগঠন ১ নভেম্বর রাতের হত্যাকাণ্ডের সঙ্গে কোনওভাবেই জড়িত নয় । যদিও অসমে বাঙালি হত্যার ঘটনায় পুলিশের সন্দেহ এখনও পর্যন্ত উক্ত সংগঠনের দিকেই রয়েছে বলে জানা যাচ্ছে।
ঘটনার তীব্র নিন্দা করেছে সব মহল। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার সারা বাংলা জুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি ঘটনার প্রতিবাদে তিনসুকিয়া ১২ ঘন্টা বন্ধের ডাক দিয়েছে বাঙালি স্টুডেন্টস ফেডারেশন।
Be the first to comment