জোরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে ১৫ সদ্যোজাত শিশুর, উত্তাল হাসপাতাল চত্বর!

Spread the love
১ নভেম্বর থেকে ৬ নভেম্বর-এই কয়েকদিনের মধ্যেই অসমের জোরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে ১৫ সদ্যোজাত শিশুর। এই ঘটনা ঘিরে উত্তাল হাসপাতাল চত্বর । তদন্তের নির্দেশ জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর ।
সংশ্লিষ্ট হাসপাতালের স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিটে মৃত্যু হয়েছে ১৫ জন শিশুর । যদিও হাসপাতাল সুপারিনটেন্ডেন্ট সৌরভ বোরকাকতি সরাসরি জানিয়ে দিয়েছেন হাসপাতালের তরফ থেকে কোনও গাফিলতি হয় নি ।
অনেকসময় হাসপাতালে রোগীর সংখ্যা অনেক বেশি হয়; আগে থেকেই স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা থাকে রোগীদের । দীর্ঘ প্রসব যন্ত্রণা, কম ওজন ইত্যাদি কারণেও মৃত্যু হতে পারে শিশুদের, জানিয়েছেন বোরকাকতি। তিনি আরও জানিয়েছেন, স্পেশাল ইউনিট চালু করার পর থেকেই রোগীর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। ইউনিটের বেড সংখ্যা ১৪১ হলেও তার বেশি সংখ্যক শিশুই জন্ম নেয় হাসপাতালে কিন্তু কোনওরকম গাফিলতি হয় না কর্তৃপক্ষের তরফ থেকে।
৬ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অসমের স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন গুয়াহাটি মেডিকাল কলেজের শিশু বিশেষজ্ঞ, UNICEF এর ডিরেক্টর অফ মেডিকাল এডুকেশন ও অসমের অন্য চিকিৎসকরা ঘটনাটি খতিয়ে দেখছেন ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*