টানা বৃষ্টিতে বিপর্যস্ত অসম। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। যার জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখনও পর্যন্ত আট লাখেরও বেশি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গিয়েছে জলমগ্ন হয়ে পড়েছে ২১টি জেলা। বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র সহ মোট ৬টি নদী। প্রশাসনিক সূত্রে খবর, বন্যা ও বৃষ্টির কারণে এখনও পর্যন্ত ছজন মারা গেছে।
এদিকে প্রবল বর্ষণ ও বন্যার জেরে ক্ষতি হয়েছে চাষেরও। সরকারি সূত্রে খবর, ২৭ হাজার হেক্টর জমি জলের তলায় । সাত হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া। তাদের জন্য ৬৮টি ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। এদিকে হাওয়া অফিস বলছে কাল পর্যন্ত বৃষ্টি হতে পারে অসম জুড়ে। ফলে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বৃষ্টি ও নদীর জল দ্রুত নিচু জায়গায় ঢুকছে। সবথেকে খারাপ অবস্থা বারপেটার। সেখানকার প্রায় ৮৫ হাজার মানুষ ঘরছাড়া । জল ঢুকেছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কেও। সেখানকার পশু-পাখিদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে । কাজিরাঙ্গা সংলগ্ন জাতীয় সড়কে যান চলাচলে কড়া বিধিনিষেধ চালু করেছে রাজ্য সরকার।
বন্যা পরিস্থিতির উপর নজর রেখেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল । ইতিমধ্যেই তিনি ডেপুটি কমিশনারের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেছেন । প্রশাসনিক আধিকারিকদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। কন্ট্রোল রুম খোলারও নির্দেশ দিয়েছেন।
Be the first to comment