করোনায় প্রথম মৃত্যু অসমে, উত্তর-পূ্র্বের রাজ্যগুলিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা

Spread the love

দেশের সর্বত্রই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৷ বাদ যায়নি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিও ৷ অসমে গত কয়েকদিনে ব্যাপক হারে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ শেষপর্যন্ত বৃহস্পতিবার ভোর রাতে (রাত ২টো নাগাদ) করোনায় প্রথম মৃত্যুর খবর পাওয়া গেল অসমে ৷ মৃত ব্যক্তির বয়স ৬৫ বছর বলে জানা গিয়েছে ৷

অসমে এখন কোভিড-১৯-এ মোট আক্রান্তের সংখ্যা ২৯ ৷ জানিয়েছেন, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি ট্যুইটে জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর রাতে হাইলাকান্দি জেলার এক করোনা রোগী শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গিয়েছেন। মৃত ব্যক্তি ছিলেন অবসরপ্রাপ্ত বিএসএফের একজন প্রাক্তন কর্মীও ৷

বৃহস্পতিবারই তাঁর শারীরিক অবস্থার ৷ অবনতি হয় ৷ শুক্রবার সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মন্ত্রী জানিয়েছেন, ওই রোগীর অন্যান্য সব কিছু ঠিকই ছিল। কিন্তু অক্সিজেন নিতে না-পারায় তাঁকে মনিটরিংয়ের জন্য ICU-তে রাখা হয়েছিল। শেষপর্যন্ত বৃহস্পতিবার গভীর রাতে মৃত্যু হয় তাঁর ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*