অসমে বিজেপির প্রার্থী তালিকায় ৪ মহিলা, ১ সংখ্যালঘু

Spread the love

প্রত্যাশা থাকলেও শুক্রবার সন্ধ্যায় প্রকাশ হল না পশ্চিমবঙ্গে BJP-র প্রার্থী তালিকা। তবে, ঘোষণা করা হল অসমের প্রার্থীদের নাম। সে রাজ্যের ৭০ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল মাজুলি সংরক্ষিত আসন থেকে লড়বেন। অন্যদিকে অর্থমন্ত্রী তথা উত্তর পূর্বে BJP-র সবচেয়ে জনপ্রিয় মুখ হিমন্ত বিশ্ব সর্মা ফের লড়বেন জালুকবাড়ি থেকে।

অসমের ৭০টি আসনের মধ্যে তালিকায় রয়েছেন চারজন মহিলা। রাখা হয়েছে একজন মুসলিম প্রার্থীকে। BJP-র রাজ্য সভাপতি রঞ্জিৎ কুমার দাস লড়বেন পাতাচারকুচি থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার মাধ্যমেই কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে নামগুলির উপর সিলমোহর দেওয়া হয়েছে।

অন্যদিকে অসম গণ পরিষদ লড়বে ২৬ আসনে। এর মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল মহন্তকে বরহমপুর ছাড়েনি BJP। জানা যাচ্ছে, তিনি দল ছেড়ে নয়া দল গড়তে চলেছেন। মনে করা হচ্ছে, কংগ্রেসের সঙ্গে যোগ দিতে পারেন প্রফুল্ল মহন্ত। ১৫টি আসনে প্রার্থীও দিতে পারে তার নতুন দল। আরেক শরিক ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল লড়বে সাতটি আসনে।

BJP-র মোট ১১ জন বিধায়ককে এবার টিকিট দেওয়া হয়নি। এদের কেউ কেউ বিরোধীদের সঙ্গে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। হালে কংগ্রেস থেকে যোগ দেওয়া দুই প্রাক্তন মন্ত্রী গৌতম দাস ও অজন্তা নিয়োগকে প্রার্থী করা হয়েছে।
অসমে গতবার সহজেই ক্ষমতা পেয়েছিল BJP জোট। কিন্তু এবার তাদের সামনে ছয় দলের ঐক্যবদ্ধ বিরোধী জোট। তবে গতবারের তুলনায় বেশি আসনে জেতা নিয়ে আত্মবিশ্বাসী তারা।

উল্লেখ্য, অসমে তিন দফায় ভোট হবে। ১২৬ আসনের বিধানসভার জন্য ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হবে ২৭ মার্চ। ফলপ্রকাশ হবে ২ মে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*