অসমেও শুরু প্রথম দফার নির্বাচন, ৪৭ শতাংশ ভোট পড়ল দুপুর ৩টে অবধি

Spread the love

অবশেষে বেজে গেল নির্বাচনের ঘণ্টা। শনিবার থেকে শুরু হল অসম বিধানসভা নির্বাচন। ১২৬টি বিধানসভা আসনে মোট তিনদফার নির্বাচনে আজ প্রথম দফায় ৪৭টি আসনে ভোটগ্রহণ পর্ব চলবে।

প্রথম দফার উল্লেখযোগ্য আসনগুলি হল তেজপুর, ডিব্রুগড়, তিনসুখিয়া, মাজুলি, লখিমপুর, ধেমাজি প্রমুখ। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ভিড় লক্ষ্য করা গিয়েছে, তবে সামাজিক দূরত্ব মেনেই চলছে ভোটগ্রহণ পর্ব। সকলকে ভোট দেওয়ার আবেদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জেপি নাড্ডা।

ইতিমধ্যেই ভোট দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। সকাল ১০টা অবধি মোট ১০.২১ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। সকাল ১১টায় তা বৃদ্ধি পেয়ে ২৪.৪৮ শতাংশে পৌঁছেছে। দুপুর ১টায় সেই পরিসংখ্যান বৃদ্ধি পেয়ে ৩৭.০৬ শতাংশ হয়। দুপুর ২টোয় সেই পরিসংখ্যান বেশ অনেকটাই বেড়ে ৪৫.২৪ শতাংশে পৌঁছয়। তবে পরবর্তী এক ঘণ্টায় ভোটের পরিমাণ অনেকটাই কমে যায়। মাত্র দুই শতাংশ ভোট পড়ায় দুপুর তিনটে অবধি মোট ৪৭.১০ শতাংশ ভোটগ্রহণ হয়েছে বলে জানায় জাতীয় নির্বাচন কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*