তেল চুরির সময় ভয়াবহ আগুন লাগল অসমে। ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আগুন রীতিমতো দাউ দাউ করে জ্বলে ওঠে।
অসমের বুড়ি ডিহং নদীতে তেল পড়ে এই ঘটনা ঘটে। অভিযোগ, তেল চুরির সময় এই আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার থেকে জ্বলছে এই আগুন। তিনদিন ধরে আগুন জ্বলার পরেও দমকলের থেকে পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।
এক স্থানীয় ব্যক্তির দাবি, যে পাইপটিতে বিস্ফোরণে ঘটে সেটি আসলে পানীয় জল সরবরাহের জন্য ব্যবহার করা হত। কোনও ভাবে সেটিতে অপরিশোধিত তেল ঢুকে যায় বলেই এই বিস্ফোরণ ঘটে।
তবে এই দুর্ঘটনায় নাশকতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না বিশেষজ্ঞরা। অনেকেই বুঝতে পারছেন না, কীভাবে পানীয় জলের মধ্যে এই তেল এসে প্রবেশ করল। অনেকে আবার বলছেন, এই বিস্ফোরণে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা-রও হাত থাকতে পারে।
Be the first to comment