বৃদ্ধ বাবা-মাকে অবহেলা করলে এবার দিতে হবে মাশুল ৷ রাজ্য সরকারী কর্মচারীদের জন্য নতুন নিয়ম আনতে চলেছে অসম সরকার ৷ নতুন এই নিয়ম অক্টোবর ২ থেকে কার্যকর করা হতে পারে ৷ নতুন এই নিয়মে বলা হয়েছে, বৃদ্ধ বাবা মা বা শারীরির ভাবে পিছিয়ে পড়া ভাই বোনদের খেয়াল রাখতে হবে অসম রাজ্য সরকারী কর্মচারীদের ৷ তা নাহলে অভিযুক্ত সরকারি কর্মচারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার ৷
গত বছরই এই বিষয়ে PRANAM BILL 2017 বিধানসভায় পাস করা হয়েছে ৷ যাতে বাবা মা ও শারীরিক বা মানসিকভাবে পিছিয়ে পড়া ভাই বোনেদের দায়িত্ব নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে ৷
অসমের মন্ত্রী হেমন্ত বিশ্বাস জানিয়েছেন যে যদি কোনও সরকারি কর্মচারী তার বৃদ্ধা বাবা মায়ের খেয়াল না রাখেন তাহলে তার বেতন থেকে ১০ শতাংশ কেটে নেওয়া হবে ৷ এবং সেই টাকাটি তাদের বাবা মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে ৷
Be the first to comment