বিজেপির সাংসদ আর পি শর্মার মেয়ে সহ অসম সরকারের ১৯ জন অফিসারকে গ্রেফতার করা হল। আসাম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় তাদের হাতের লেখার সঙ্গে উত্তরপত্রের মিল খুঁজে পাওয়া যায়নি। টাকার বিনিময়ে চাকরি কেলেঙ্কারির তদন্তে নেমে ডিব্রুগড় পুলিশ কমিশন, অসম পুলিশ সার্ভিস এবং সংশিষ্ট অন্য বিভাগের অফিসারদের তলব করে। তাদের হাতের লেখার সঙ্গে তাদের উত্তরপত্রের তুলনা করা হয় ফরেনসিক পরীক্ষায়। তাতেই গরমিল ধরা পড়ে। ডিব্রুগড়ের এসপি গৌতম বোরা জানান, পরীক্ষায় দেখা গিয়েছে উত্তরপত্রগুলি জাল। ২০১৬ সালে যখন এই পরীক্ষা নেওয়া হয়, তখন অসম পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন রাকেশ পাল। কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া কমিশনের সদস্য সামেদার রহমান এবং বসন্তকুমার দোলেকেও পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার হয়েছেন অ্যাসিস্টান্ট কনট্রোলার অফ একজামিনেশনস পবিত্র কলিব্রতকেও। এর আগে গত ২১ জুন অসম সরকার কেলেঙ্কারিতে জড়িত ১৩ জন অফিসারকে বরখাস্ত করে। গতবছর নভেম্বরে তাদের যখন গ্রেফতার করা হয়, তখন তাঁরা ছিলেন প্রোবেশনে। এখন তাঁরা রয়েছেন গুয়াহাটি সেন্ট্রাল জেলে। অভিযোগ, রাকেশ পাল টাকার বিনিময়ে এই কাজ করেছিলেন। বরখাস্ত হওয়া অফিসারদের মধ্য়ে প্রাক্তন কংগ্রেস মন্ত্রী নীলমণি সেন ডেকার ছেলে রাজর্ষি সেন ডেকাও আছেন।
Be the first to comment