বেআইনি দখল উচ্ছেদকে কেন্দ্র করে রণক্ষেত্র অসম ৷ বেআইনি দখল উচ্ছেদ করতে অসমের দারাং জেলায় ঢালপুর এলাকায় অভিযান চালায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী ৷ সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই স্থানীয়রা প্রতিবাদ করতে শুরু করেন ৷ অসম সরকার ও পুলিশের বিরুদ্ধে চলে স্লোগান ৷ এমনকী, পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়েন তাঁরা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ ৷ ঘটনায় ইতিমধ্যেই দুই স্থানীয়র মৃত্যু হয়েছে ৷ ১০ জনের বেশি নিরাপত্তারক্ষী আহত হয়েছেন ৷
ঢালপুর এক নম্বর ও দুই নম্বর এলাকার প্রায় ৭৭ হাজার ৪২০ বিঘা জমি রয়েছে সরকারের ৷ প্রায় দুই দশকের বেশি সময় ধরে ওই বিস্তীর্ণ এলাকা বেআইনিভাবে দখল করা ছিল বলে অভিযোগ ৷ এই বেআইনি দখল উচ্ছেদ করতে আজ অভিযানে নামে অসম পুলিশ ও নিরাপত্তা বাহিনী ৷ আগেও অভিযান চালিয়েছিল তারা ৷ আজ ওই এলাকায় পৌঁছাতেই শতাধিক মানুষ জমায়েত করতে শুরু করেন ৷ অসম সরকার ও পুলিশের বিরুদ্ধে চলে স্লোগান ৷ পুলিশ এলাকা খালি করার নির্দেশ দেয় ৷ অভিযোগ, এরপরই পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করে স্থানীয়রা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ ৷ পরে জনতাকে ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি চালানো হয় ৷
কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে ৷ স্থানীয়রা বাঁশ ও অস্ত্র দিয়ে হামলা চালায় পুলিশের উপর ৷ পাল্টা গুলি চালায় পুলিশ ৷ ঘটনায় দুই বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, দশজনের বেশি নিরাপত্তারক্ষী আহত হয়েছে ৷ এদের মধ্যে গুরুতর জখম অবস্থায় কয়েকজনকে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷
এরই মধ্যে এক ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেখানে দেখা যাচ্ছে, মাটিতে পড়ে থাকা মৃত ব্যক্তির উপর লাফাচ্ছেন এক ফোটোগ্রাফার ৷ তাঁকে লাথি, ঘুসি মারছে ৷ পরে সেখান থেকে পুলিশ তাঁকে সরিয়ে দেয় ৷ উল্লেখ্য, জুন মাস থেকে বেআইনি দখল উচ্ছেদ শুরু করেছে অসম সরকার ৷ ৭৭ হাজার ৪২০ বিঘার মধ্যে জুন মাসেই ৮ হাজার বিঘা খালি করা হয়েছে ৷ ২০ সেপ্টেম্বর ফের অভিযান চালিয়ে ৭৫০ পরিবারকে উচ্ছেদ করে ৪৫০ বিঘা খালি করা হয়েছে ৷ অসম সরকারের দাবি, আজকের অভিযানে প্রায় ৫০০ পরিবারকে উচ্ছেদ করা হয়েছে ৷
Be the first to comment