শনিবার ২৪ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে অসমের বিভিন্ন বাঙালি সংগঠন

Spread the love

বাঙালি নিধনের প্রতিবাদে শনিবার ২৪ ঘণ্টার বাংলা বন্‌ধের ডাক দিয়েছে অসমের বিভিন্ন বাঙালি সংগঠন৷ এ দিনের বনধে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বরাক উপত্যকায়৷ কাছাড়, করিমগঞ্জ, হাইলকান্দিতে জনজীবন বিপর্যস্ত।

বরাক উপত্যকায় কড়া পুলিশি প্রহরা দেওয়া হয়েছে৷ বন্ধ দোকানপাট, স্কুল-কলেজ৷ রাস্তাঘাট শুনশান৷ তবে গুয়াহাটি-সহ শহরাঞ্চলে বন্‌ধের প্রভাব অনেকটাই কম৷ কয়েকটি জায়গায় চলছে পিকেটিং৷ তিনসুকিয়ায় ৫ বাঙালি খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত অসম। বৃহস্পতিবার রাতে ব্রহ্মপুত্রের চরে ৫ জনকে নৃশংসভাবেগুলি করে হত্যা করা হয়। নিহত ৫ জনের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য। আর এই ঘটনার পর থেকেই চরম আতঙ্কে রয়েছেন অসমের সমগ্র বাঙালি সম্প্রদায়।

ধোলা-সাদিয়া ব্রিজের কাছে এই হত্যাকাণ্ড ঘটেছে আর তারপর থেকেই অসমের পুলিশি নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাঙালি সম্প্রদায়ের মানুষরা। অসমের গোসাইগাঁওয়ে পথ অবরোধ করে বাঙালি সংগঠন। রাজ্য প্রশাসনের কাছে তাঁদের নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন বাঙালি পরিবারগুলি। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল জানিয়েছেন, দোষীদের চরম শাস্তি দেওয়া হবে ও এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*