নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে ডাকা বনধে উত্তাল অসম। মঙ্গলবার অসমের বিভিন্ন জায়গায় টায়ার পুড়িয়ে, ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন ধর্মঘটীরা। আজ সকাল সাড়ে ৫টা থেকে বিকেলে ৪টে পর্যন্ত বনধের ডাক দেয় অল অসম স্টুডেন্ট ইউনিয়নসহ ৩০টি সংগঠন। বনধের সমর্থনে পথে নামে সংগঠনের কর্মী-সমর্থকরা।
অসমে যান চলাচল বিরর্যস্ত করে গুয়াহাটি, তিনসুকিয়া ও ডিব্রুগড়ে রাস্তায় টায়ার পুড়িয়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা।
এদিকে গুয়াহাটিতে রেল অবরোধের জেরে আটকে পড়ে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস। পরে আরপিএফের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। তবে উড়ান ও রেল পরিষেবায় কোনও সমস্যা হয়নি বলে দাবি প্রশাসনের। কয়েকটি জায়গায় জোর করে বনধ করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কয়েকটি জায়গায় পুলিশকে শূন্যে গুলি চালাতে হয়। শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট, গাড়ি-বাস পরিষেবা বন্ধ রয়েছে। সরকারি অফিসে এদিন উপস্থিতির হারও অনেকটা কম।
১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে বেশকিছু সংশোধনী আনা হচ্ছে ওই বিলে। ১২ বছরের বদলে ৬ বছর ভারতে বসবাস করলে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের শিখ, হিন্দু, বৌদ্ধ, পার্সি, জৈনদের নাগরিকত্ব দেওয়া হবে। বর্তমানে ১২ বছর থাকলে মেলে নাগরিকত্ব।
Be the first to comment