অসমের উদলগিরি জেলায় চলন্ত ইন্টারসিটি এক্সপ্রেসে ভয়ানক বিস্ফোরণ। সন্ধ্যা সাতটা নাগাদ উদলগিরির হরিসিঙ্গার কাছে বিস্ফোরণ ঘটে। প্রাণহানির খবর না মিললেও ঘটনায় ১১ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক তদন্তে আইইডি বিস্ফোরণ বলেই মনে করছে রেলপুলিশ।
রেল সূত্রে খবর, এ দিন সন্ধের দিকে হরিসিঙ্গা স্টেশনে পৌঁছয় কামাখ্যা-ডেকরগাঁও ইন্টারসিটি এক্সপ্রেস। স্টেশনে ঢোকার কিছু আগেই ট্রেনের চার নম্বর কামরায় বিস্ফোরণ হয়। জানা গেছে, ট্রেনটি রাঙ্গিয়া থেকে ডেকরগাঁও যাচ্ছিল। দক্ষিণ-পূর্ব রেলের মুখপাত্রের কথায়, ঘটনায় এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। তবে আহতদের মধ্যে অনেকের অবস্থাই সঙ্কটজনক।
ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। কী ভাবে এই বিস্ফোরণ ঘটানো হল সেই নিয়ে এখনও ধন্দে পুলিশ। ট্রেনের কোনও যাত্রাই লুকিয়ে বিস্ফোরক নিয়ে যাচ্ছিলেন নাকি নাশকতার উদ্দেশেই এই বিস্ফোরণ সেটা খতিয়ে দেখা হচ্ছে।
অসমের তিনসুকিয়া এবং উদলগিরিতে বেশ কয়েকমাস ধরেই সক্রিয় আলফা-স্বাধীন। নাগরিকত্ব সংশোধনী বিল আসার পরেই তরুণ প্রজন্মের আলফার প্রতি আকর্ষণ ও সহানুভূতি অনেক বেড়েছে। এই দুই জেলা থেকেই গত এক বছরে আলফায় যোগদানের সংখ্যা নেহাত কম নয়। তরুণ প্রজন্মের আলফায় যোগদান নিয়ে রীতিমতো উদ্বেগে রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে এই বিস্ফোরণ নতুন করে চিন্তা বাড়িয়েছে প্রশাসনের।
Be the first to comment