জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে উত্তেজনার মাঝেই নতুন উত্তেজনা অসমে। এ বার আদিবাসী জনজাতিকরণের দাবিতে রেল অবরোধে নামল অসম কোচ রাজবংশী সম্মিলনী।
সোমবার অসমের কোকরাঝাড় স্টেশনে রেল অবরোধ করেন কয়েক হাজার মানুষ। উত্তরবঙ্গের সঙ্গে উত্তর-পূর্বের রেল যোগাযোগ স্তব্ধ হয়ে যায়। অবরোধকারীরা কেন্দ্রীয় ও রাজ্যসরকারের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ উগড়ে দেন তাঁরা।
নিম্ন অসমের বেশ কিছু সংগঠন মাঝেমাঝেই জনজাতিকরণের দাবিতে আন্দোলনে নামে। পড়াশুনা এবং চাকরির ক্ষেত্রে সংরক্ষণের দাবিতেই মূল আন্দোলন। প্রসঙ্গত, গতকালই কেন্দ্রীয় মন্ত্রী নিতীন গড়কড়ি মহারাষ্ট্রের সংরক্ষণের দাবিতে আন্দোলন সম্পর্কে বলেন, “চাকরিই নেই! আর সংরক্ষণ নিয়ে আন্দোলন করে কী হবে?” আর তার পরদিনই অসমের চৌতারা স্টেশনে আন্দোলনে নামলেন রাজবংশী আদিবাসীরা।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই অবরোধের ফলে ওয়াইপিআর কামাক্ষা এক্সপ্রেস নিউ আলিপুরদুয়ার জংশন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। আলিপুরদুয়ার-কামাক্ষা ইন্টারসিটি, রঙ্গিয়া-নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার সহ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
Be the first to comment