গুরগাঁওয়ের অভিজাত ডিএলএফ ফেজ টু টাউনশিপের রাস্তা দিয়ে বৃহস্পতিবার হেঁটে আসছিলেন ৫০ বছর বয়সী অনাবাসী ব্যবসায়ী সোমু বাল্য। আমেরিকার টেক্সাসে তথ্যপ্রযুক্তি সংস্থা আছে তাঁর। এক ব্যক্তিকে তিনি পথের হদিশ জিজ্ঞাসা করেন। তিনি পথ দেখিয়ে দেন। কিন্তু সোমুর মনে হয়, ওই ব্যক্তি ইচ্ছা করে ভুল পথ দেখিয়ে দিচ্ছেন।
এই নিয়ে শুরু হয় কথা কাটাকাটি। তা থেকে মারপিট। ওই ব্যক্তি ও তার দারোয়ান মিলে চড়াও হয় সোমুর ওপরে। বেদম মারধরে পথেই লুটিয়ে পড়েন সোমু। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ময়না তদন্তে জানা গিয়েছে, মারধরের ফলে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ।
যে ব্যক্তির কাছে তিনি পথের সন্ধান চেয়েছিলেন, তার নাম প্রদীপ সিং। বয়স ৪৬। তার দারোয়ানের নাম মানিক খোসলা। বয়স ২৬। পুরো ঘটনাটির ছবি উঠেছে সিসিটিভিতে। পুলিশ সেই ফুটেজ সংগ্ৰহ করেছে। প্রদীপ ও মানিক দুজনকেই গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে সোমু গত ২৫ বছর আমেরিকায় আছেন। প্রতিবছর গরমের সময় ভারতে আসেন। বৃহস্পতিবার ছেলেকে সুইমিং পুলে পৌঁছে দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলেন। তখনই প্রদীপকে পথের হদিশ জিজ্ঞাসা করেন। তা থেকেই ঘটে যায় অঘটন।
Be the first to comment