পঞ্চায়েত ভবনের সামনে শৌচকর্ম করায় দুই নাবালককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠলও মধ্যপ্রদেশে। বুধবার সকালে মধ্যপ্রদেশের শিবপুরি জেলার ভাবকেড়ি গ্রামে এই ঘটনা ঘটেছে বলে সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন পুলিশ ইন্সপেক্টর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত ভবনের সামনে ১২ বছর বয়সী রোশনি ও ১০ বছরের অবিনাশ শৌচকর্ম করছিল। সে কারণেই তাদের মারধর করা হয়।
পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাদের মৃত বলে ঘোষণা করা হয়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই জুলাই মাসে ময়ূর চোর সন্দেহে ৫৮ বছর বয়সী এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল মধ্যপ্রদেশের নিমুচ জেলায়। ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। গত ১৮ জুন, ঝাড়খণ্ডের ধাতকিডি গ্রামের কিছু বাসিন্দা একটি খুঁটির সঙ্গে বেঁধে মারেন তবরেজ আনসারিকে। তাঁকে “জয় শ্রীরাম” ও “জয় হনুমান” বলতে বাধ্য করা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পর আনসারিকে চুরির দায়ে গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়, কিন্তু গণপ্রহারে পাওয়া আঘাতের কারণে চারদিন পর হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
প্রসঙ্গত, রাজ্যে গণপিটুনির ঘটনা রুখতে সম্প্রতি মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার বিল এনেছে। গণপিটুনি রোধে বিল পেশ করেছে পশ্চিমবঙ্গও। যদিও এত কিছু সত্ত্বেও গণপিটুনির ঘটনা যে কমছে না, তারই উদাহরণ মধ্যপ্রদেশের এই ঘটনা।
Be the first to comment