ট্রাম্পের কাশ্মীর মন্তব্য ঘিরে উত্তাল সংসদ

Spread the love

ট্রাম্পের কাশ্মীর মন্তব্যে উত্তাল সংসদের অধিবেশন ৷ প্রধানমন্ত্রীকেই বলতে হবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কী আলোচনা হয়েছিল তাঁর। বুধবার সংসদে এমনই দাবি তোলেন বিরোধীরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে পাশে নিয়ে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, কাশ্মীর সমস্যা নিয়ে তাঁকে মধ্যস্থতা করতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ বিদেশমন্ত্রকের তরফে এই মন্তব্য সম্পূর্ণ নস্যাৎ করে দেওয়া হয়েছে ৷ মঙ্গলবারও বিদেশমন্ত্রী এস জয়শংকর এ নিয়ে সংসদে বিবৃতি দিয়েছেন ৷ কিন্তু লাভ হয়নি ৷ সংসদে এসে প্রধানমন্ত্রীকেই গোটা দেশকে জানাতে হবে, বৈঠকে আদৌ কী কথা হয়েছিল, এই বিবৃতি চেয়েই একজোট হয় বিরোধীরা ৷

বুধবার সকালে ট্রাম্প-ইমরান কথোপকথনের লিখিত বয়ান হাতে নিয়ে সংসদে আসেন সোনিয়া গান্ধী ৷ দলের নেতাদের নির্দেশ দেন বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাতে। রাহুল গান্ধীও টুইট করে বলেন, দুর্বল বিদেশমন্ত্রক বিবৃতি দিয়েছে ঠিকই, কিন্তু প্রধানমন্ত্রীকেই গোটা দেশকে জানাতে হবে, বৈঠকে কী কথা হয়েছিল?

এদিকে কাশ্মীর ইশুতে তোলপাড় হয় সংসদের অধিবেশন। দুই সভাতেই ওয়াক আউট করেন বিরোধীরা ৷ ঠিক তারপরই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিদেশমন্ত্রী এস জয়শংকরকে পাশে নিয়ে বিবৃতি দেন, ভারতের আত্মমর্যাদা কখনও ক্ষুণ্ণ হবে না। রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ বলেন, সভাকে যেন সরকারের একটি ‘বিভাগ’ বলে না ধরা হয়। আমরা কেউ রাবার-স্ট্যাম্প নই। বিরোধীদের শোরগোলের মাঝেই অধিবেশন মুলতবি করে দেওয়া হয়।

অন্যদিকে এদিন শশী থারুর লোকসভায় মুলতবি প্রস্তাব দিয়ে বলেন, কাশ্মীর ইস্যু নিয়ে ট্রাম্পের মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীকে বিবৃতি দিতে হবে এবং তা সংসদে এসেই। কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরি এদিন কাশ্মীর ইশুতে ট্রাম্পের মন্তব্যের পাশাপাশি দেশজুড়ে আদিবাসীদের হত্যা করার বিষয়টি নিয়ে সরব হন। সৌগত রায় সহ একাধিক বিরোধী নেতার বক্তব্য, কাশ্মীরের মতো স্পর্শকাতর বিষয় যেমন এতে জড়িত, তেমনই প্রধানমন্ত্রীর সংসদকে উপেক্ষা করারও এটি জ্বলন্ত দৃষ্টান্ত কারণ প্রধানমন্ত্রী নিজে এই ইস্যুতে কোনও বিবৃতি দেননি। এছাড়াও সংসদের বর্তমান অধিবেশনের মেয়াদ আরও দশ দিন বাড়িয়ে লোকসভা ও রাজ্যসভায় আরও প্রায় গোটা কুড়ি বিল পাশ করতে চায় নরেন্দ্র মোদী সরকার ৷ 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*