কোরোনা আতঙ্কে স্থগিত বিধানসভার অধিবেশন

Spread the love

কোরোনা আতঙ্কের জেরে স্থগিত বিধানসভার দফাওয়াড়ি বাজেট অধিবেশন । জানিয়ে দেওয়া হয়, ভিড় এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে । এই পরিস্থিতিতে বিধানসভা চালানো সম্ভব নয় । কারণ বহু লোকের সমাগম হয় এখানে ।

আজ মধ্যাহ্ন বিরতিতে বিধানসভায় সর্বদলীয় বৈঠক করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয় । যদিও এবিষয়ে বাম ও কংগ্রেসের প্রবল আপত্তি ছিল । শেষমেশ অধ্যক্ষ সিদ্ধান্ত নেন, আগামীকাল অধিবেশন শেষ করে আপাতত স্থগিত হয়ে যাবে দফাওয়াড়ি বাজেট অধিবেশন ।

এবিষয়ে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী জানান, NPR সহ একগুচ্ছ জনস্বার্থের বিষয়গুলি যাতে আলোচনা করা না যায় তার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিধানসভার তরফে । অন্যেদিকে, বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান জানান, মানুষের মধ্যে অযথা আতঙ্ক তৈরি করা হচ্ছে ।

দফাওয়াড়ি সবকটি বাজেটকে গিলোটিনে পাঠানো হচ্ছে । রাজ্য সরকারের সবকটি দপ্তরকে আলোচনার বাইরে রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে । আগামীকাল দ্রুত শেষ করা হবে বিধানসভার অধিবেশন ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*