বিধানসভায় পেশ হল নিউটাউন, কলকাতা ডেভলপমেন্ট অথরিটি (সংশোধনী) বিল। সুস্থ্য এবং আধুনিক শহর গঠনের লক্ষে এই বিল আনা হয়েছে। গরু, ছাগল, মোষ , ভেড়া, কুকুর , পাখি প্রভৃতি প্রাণীরা রাস্তায় ঘুরে বেড়াতে পারবে না, যেখানে সেখানে রাস্তায় চলে আসতে পারবে না, এদের নির্দিষ্ট্য জায়গাতেই বেঁধে রাখতে হবে। পশু পাখি রাখতে হলে লাইসেন্স লাগবে। যদি রাস্তাঘাটে এসব ধরা পড়ে তাহলে সেই প্রাণীগুলোকে সিজ করা হবে বা মালিক কে মোটা টাকা জরিমানা করা হবে। এই মর্মে আজ বিল পেশ হল বিধানসভায়।
Be the first to comment