কাটমানি ইস্যুতে উত্তাল হল বিধানসভা। সোমবার বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম ও কংগ্রেস বিধায়করা। অধ্যক্ষকে উদ্দেশ্য করে কাটমানি ফেরত চাই বলে স্লোগান দেন। এরপর তাঁরা বিধানসভা থেকে ওয়াক আউট করেন এবং বিধানসভার বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান।
উলেখ্য, কয়েকদিন আগে কাউন্সিলরদের বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাদের কাটমানি ফেরত দেওয়ার নির্দেশ দেন। এরপরই কাটমানি ফেরত নেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করে সাধারণ মানুষ। জনরোষের মুখে পড়ে কোনও কোনও জায়গায় কাটমানি ফেরত দেওয়ারও প্রতিশ্রুতিও দেন তৃণমূল নেতারা। কোনও কোনও নেতা আবার বলেন , নিজের জন্য টাকা নিইনি, দলের স্বার্থে টাকা নিয়েছি।
প্রসঙ্গত, রবিবারই এই নিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, তৃণমূলের ৯৯.৯৯ শতাংশ কর্মীই সৎ। এরপরেও শান্ত হননি রাজ্যের সাধারণ মানুষ। আজ ফের এই ইস্যুতেই উত্তাল হল বিধানসভা।
Be the first to comment